DA State budget

ডিএ ঘোষণা নিয়ে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীরা

রাজ্য

ফাইল চিত্র

রাজ্য সরকারি কর্মচারি এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আরও তিন শতাংশ ডিএ ঘোষনা করলো রাজ্য। বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় এই ঘোষনা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

কিন্তু রাজ্য সরকারি কর্মচারিরা কি খুশি? না। ডিএ’র দাবিতে শহীদ মিনারের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারিরা। বাজেটে বাড়তি ডিএকে ভিক্ষার দান বলে তারা চিহ্নিত করেছেন। 

আগের বাজেটেও ডিএ দেওয়ার কথা ঘোষনা করা হলেও তা দেওয়া হয়নি। উল্লেখ্য বাজেটে ডিএ’র কথা লেখা ছিল না। বাজেট পড়ার পর মন্ত্রীর অরূপ বিশ্বাস মারফত চোতা পাঠিয়ে ডিএ’র কথা ঘোষনা করিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন বকেয়া ৩৯ শতাংশ ডিএ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই একই দাবিতে আগামী ১৭ ফেব্রুয়ারি ১২ জুলাই কমিটির ডাকে বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে।   

Comments :0

Login to leave a comment