বুধবার এবছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে। জানা গিয়েছে, দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ফল প্রকাশের পর বেলা তিনটে থেকে অনলাইন ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন সকল রীক্ষার্থীরা। https://wbresults.nic.in ,www.results.shiksha, www.indiaresults.com
এই ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা সরাসরি ফল জানতে পারবে। প্লে-স্টোর থেকে WBCHSE Results অ্যাপটির মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭লক্ষ ৯০হাজার। এবার মোট পরীক্ষা কেন্দ্র ছিল ২হাজার ৩৪১টি। ফল ঘোষণা করা হলেও বুধবারই হাতে মার্কশিট এবং শংসাপত্র পাবে না পরীক্ষার্থীরা। সংসদের ৫৫টি বিতরণ কেন্দ্রে আগামী ১০ মে সকাল ১০টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। ওই দিনই স্কুলগুলি থেকে পরীক্ষার্থীদের মধ্যেও সেই মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এ বছর মার্কশিটে নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে বলে সংসদ সূত্রে জানা গেছে।
HS Result
রাত পোহালেই প্রকাশিত হবে এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল
×
Comments :0