দেশে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানাবে সিপিআই(এম)। আর পশ্চিমবঙ্গে অত্যাচার অনাচার স্বৈরাচারের সব শক্তিকে পরাজিত করে প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে কমরেড ইয়েচুরিকে।
বৃহস্পতিবার কমরেড সীতারাম ইয়েচুরির প্রয়াণে গভীর শোক জানিয়ে এই লক্ষ্য ঘোষণা করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সিপিআই(এম) পলিট ব্যুরোর সদস্য সেলিম বলেন, শোকের আবহেই আন্দোলন করতে হচ্ছে। আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির পাশাপাশি সাক্ষ্য প্রমাণ লোপাটে জড়িতদের তদন্তের আওতায় আনার দাবিতে আন্দোলন জারি রাখতে হচ্ছে। কলকাতা পুলিশ, স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ লোপাটে ভূমিকা নেওয়া অভিযোগ রয়েছে। চিকিৎসক ছাত্রীর নিপীড়ন এবং হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টায় জড়িতদের এনে শাস্তি বিধান নিশ্চিত করা পর্যন্ত আন্দোলন চলবে।
সেলিম বলেন, গত ৮ আগস্ট প্রয়াত হন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। ৯ আগস্ট আর জি করে ধর্ষণ হত্যার ঘটনা ধরা পড়ে। সে সময় থেকে বুকে বেদনা, যন্ত্রণা নিয়েই বিচারের দাবিতে লড়াই চলছে। রাজ্যের মানুষের ক্ষোভ এবং ক্রোধ অজস্র ধারায় প্রবাহিত হোক।
ইয়েচুরিকে স্মরণ করেই তিনি বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই মানুষের কাছে পরিচিত হয়েছেন তিনি। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের ছাত্র ছিলেন। সেখান থেকে পড়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। তাঁর শিক্ষা, মেধা, শ্রমকে কাজে লাগিয়েছেন শ্রমজীবী জনতার পক্ষে লড়াইয়ে।
সেলিম বলেন, জরুরি অবস্থার সময় মুখোমুখি সন্ত্রাসের মোকাবিলা করেছেন। ইয়েচুরি কেবল সিপিআই(এম)’র নেতা ছিলেন না। দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠন, ব্যক্তি তাঁর মতাদর্শের প্রতি অটল অবস্থানকে শ্রদ্ধা করেছেন। মার্কসবাদী তাত্ত্বিকের ভূমিকাও পালন করে গিয়েছেন তিনি। ভারত এবং উপমহাদেশের বাইরে বিশ্বের মেহনতি মানুষের লড়াইয়ে ভূমিকা নিয়েছেন কমরেড ইয়েচুরি।
সেলিম বলেন, কমরেড ইয়েচুরিকে শ্রদ্ধা জানানো হবে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে। এ রাজ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে হবে অত্যাচার, অনাচার, ব্যাভিচারের সব শক্তিকে পরাজিত করে। তাঁর প্রয়াণের দিনে এই লক্ষ্যই আমরা জানাচ্ছি।
সীতারাম ইয়েচুরি ২০১৫-তে বিশাখাপত্তনম পার্টি কংগ্রেস থেকে সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক নির্বাচিত হন। টানা বারো বছর রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকেই নির্বাচিত হয়েছেন তিনি। সংসদে একাধিক বিষয়ে তাঁর বক্তব্য, আলোচনা এবং জনগণের হয়ে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করার ভূমিকা সারা দেশের মানুষের কাছে নজির হয়ে থেকেছে।
YECHURY SALIM
অত্যাচারের শক্তিকে হারিয়ে শ্রদ্ধা জানাতে হবে কমরেড ইয়েচুরিকে: সেলিম
×
Comments :0