কলকাতার রবীনশন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার জগাছার নন্দীপাড়ায়। প্রায় তিনদিন স্ত্রীর মৃতদেহ আগলে বসে রইলেন স্বামী। পুলিশ সূত্রে জানা গেছে স্ত্রী মারা গেছেন সম্ভবত দিন তিনেক আগে। সেই পচাগলা মৃতদেহ আগলে বসেছিলেন তাঁর স্বামী এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জগাছা অঞ্চলে।
প্রতিবেশীরা জানান বহু দিন ধরে নন্দীপাড়া অঞ্চলে বৃদ্ধ দম্পতি তুষার চক্রবর্তী ও তপতি চক্রবতী বসবাস করতেন। তাদের একমাত্র মেয়ে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকেন। কয়েকদিন ধরেই বাড়ির বাইরে বৃদ্ধ দম্পতিকে কেউ বেরুতে দেখেননি। বাড়ি ভিতর থেকে বন্ধ ছিল। এলাকায় অনেকের সাথেই মেলামেশা করতেন তপতি চক্রবর্তী। স্বামী ও স্ত্রী দুইজনেই অসুস্থ ছিলেন বলে জানান প্রতিবেশীরা। শুক্রবার রাত থেকেই বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বেরুতে থাকে। শনিবার সকালে স্থানীয় মানুষেরা জগাছা থানায় খবর দিলে পুলিশ এসে বাড়ির ভিতরে গিয়ে দেখে ঘরের মেঝেতে তপতি দেবীর পচাগলা মৃতদেহ পড়ে আছে। আর তার পাশেই বসে আছেন তাঁর স্বামী তুষার চক্রবর্তী। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। অসুস্থ তুষার বাবুকে চিকিৎসার জন্য হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Comments :0