Joe biden Visit in Ukraine

কিভে গিয়ে যুদ্ধে উৎসাহ বাইডেনের

জাতীয়

ইউক্রেনের কিভে হঠাৎ সফরে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ইউক্রেনে রাশিয়া অভিযানের ১ বছরের মাথায় মার্কিন রাষ্ট্রপতির এই সফর আন্তর্জাতিক মহলে যথেষ্ট প্রশ্ন তুলেছে। ইউক্রেনে গিয়ে এদিন বাইডেন সেদেশের রাষ্ট্রপতি ভোলোদেমির জেলেনেস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এবং আরও উন্নত সামরিক সহায়তা করবে আমেরিকা সেই বার্তাও দেন। ্
যুদ্ধের অবসান নয় বরং যুদ্ধে মদৎ দিতে আরও এক প্রস্ত মার্কিন সামরিক সাহায্য পাবে ইউক্রেন ঘোষণা করেন বাইডেন। তারমধ্যে যেমন থাকবে উন্নত মানের বন্দুক, গুলি সেই সঙ্গে থাকবে অ্যান্টি আরমর সিস্টেম এবং এয়ার সার্ভিলেন্স ‌র্যাডার।


কিছুদিন আগেই রাশিয়াকে সাহায্য করার জন্য চিনকে আক্রমণ করেছিল আমেরিকা। সেমসয় আমেরিকা বলেছিল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে লড়াই করতে ক্রমাগত মদত দিয়ে যাচ্ছে চিন। এমনকি নানা ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্রও রাশিয়াতে পাঠাচ্ছে চিন। কিন্তু আমেরিকার এই দাবি নস্যাৎ করে যুদ্ধে উষ্কানি দিচ্ছে আমারিকাই পাল্টা আক্রমণ করে চিন। চিনের বিদেশ মন্ত্রী ওয়াঙ্গ ওয়েনবিন বলেন ‘চিন নয় বরং আমেরিকা ইউক্রেনকে ক্রমাগত অস্ত্র পাঠিয়ে যুদ্ধে মদত দিয়ে যাচ্ছে।’ তিন আরও বলেন ‘চিন চাইছে এই লড়াই চালানোর মদত না দিয়ে বরং আমেরিকা দুই দেশকে আলোচনার মাধ্যমে সমস্যঅ সমাধানের জন্য উৎসাহিত করুক। যেমনটা চিন রাশিয়া ও ইউক্রেনকে আলোচনায় বসার জন্য বারবার বলছে।’ 


এদিন বাইডেনকে উষ্ম অভর্থানা জানায় ইউক্রেন। জেলেনেস্কি ইংরেজীতে বাইডেনকে বার্তা দেন। তিনি বলেন ‘আপনাকে কিভে স্বাগত। আপনার উপস্থিতি ইউক্রেনের বাসিন্দাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ‘।

Comments :0

Login to leave a comment