বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এদিন প্রশ্ন করেন কোথা থেকে এই কল-রেকর্ডিং পুলিশের কাছে এলো, আর কি ভাবেই তা তৃণমূল নেতা কুণাল ঘোষেরা কাছেই বা গেলো? আদালতের এই প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি রাজ্য।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ধৃত সঞ্জীবের কথার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে কলতান দাশগুপ্তকে।
কলতান দাশগুপ্তের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘কলতানকে কোথাও কোন হামলার নির্দেশ দিতে শোনা যায়নি।’’
গতকাল বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন কোন ভয়েস টেস্ট না করেই গ্রেপ্তার করা হয়েছে কলতানকে।
দুই পক্ষের কথা শোনার পর এখনও পর্যন্ত কোন রায় দেয়নি আদালত।
Comments :0