Madhyamik

মে’র শেষে মাধ্যমিকের ফল প্রকাশ

রাজ্য

মে মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ফল প্রকাশ কবে হতে পারে তা জানিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। 

এদিন পর্ষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতির কথাও জানানো হয়। ১২০০ র বেশি পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্র গুলি শুষ্ঠ ভাবে পরীক্ষা নিতে তৈরি বলে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন। এক ধাক্কায় চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার বিষয় এদিনের সাংবাদিক সম্মেলনে কোন কথা বলা হয়নি পর্ষদের পক্ষ থেকে। 

পর্ষদ সভাপতি জানিয়েছেন, ‘মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।খাতার দেখার জন্য ৪০,৫০০ জন এক্সামিনার এবং ১১০০ জন হেড-এক্সামিনার নিযুক্ত করা হয়েছে।’ 

Comments :0

Login to leave a comment