Maharashtra

এবার খুলদাবাদের নাম বদলাবে মহারাষ্ট্র সরকার

জাতীয়

খুলদাবাদের নাম বদল করে করা হবে রত্নপুর মঙ্গলবার জানালেন মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শীর্শাত। মহারাষ্ট্রের খুলদাবাদের মুঘল সম্রাট অরঙ্গজেবের কবর রয়েছে। কিছুদিন আগে আরএসএসের বিভিন্ন শাখা সঙ্গঠন গুলোর পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল ওই কবর মহারাষ্ট্র থেকে সড়িয়ে দেওয়ার। সাম্প্রদায়িক উত্তেজনাও ছড়ায়। 
এনডিএ সরকারের মন্ত্রী দাবি করেছেন অরঙ্গজেবের আমলে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। সেই সব নাম এবার বদল করবে রাজ্য সরকার। তিনি দাবি করেন, খুলদাবাদের আগের নাম ছিল রত্নপুর। মুঘল আমলে তা বদল করা হয়। 
সঞ্জয় শীর্শাত বলেন, যেই যেই জায়গার নামের পরে ‘বাদ’ আছে সেই সেই জায়গার নাম বদল করা হবে। 
উল্লেখ্য মহারাষ্ট্র শুধু নয় বিজেপি শাসিত একাধিক রাজ্যে এর আগে এই নাম বদলের রাজনীতি দেখা গিয়েছে। শুরুটা হয়েছিল উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের হাত ধরে। সংখ্যালঘুর সম্প্রদায়ের সাথে সম্পর্কিত জায়গার নাম বেছে বেছে বদল করা হয়েছে। এই জায়গার নাম নিয়ে হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি।

Comments :0

Login to leave a comment