Mamata Banarjee

ওয়াকফ আইন রাজ্যের নয় বললেন মমতা শান্তি শৃঙ্খলা বজায় রাখারও আবেদন

রাজ্য

মূর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার নিজের এক্সহ্যান্ডেলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন চালু করা হবে না। মমতা লিখেছেন, ‘‘রাজ্যের সব ধর্মের মানুষের কাছে আবেদন করছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। ধর্মের নাম করে উত্তেজনা ছড়ানো উচিত নয়। প্রতিটা মানুষের জীবন দামী। ধর্মের নাম করে যারা হিংসা ছড়াচ্ছে তারা সমাজের ক্ষতি করছে।’’ তিনি লিখেছেন, ‘‘যেই আইন রাজ্যে কার্যকর করা হবে না, তাকে ঘিরে এতো অশান্তি কেন?’’

ওয়াকফ সংশোধনী নিয়ে মূর্শিদাবাদের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সাংবাদিক সম্মেলন করে মেনে নিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বাধ্য হয়ে চার রাউন্ড গুলি চালিয়েছে। 

এদিন মুখ্যমন্ত্রী এক্সহ্যান্ডেলে লিখেছেন, ‘‘আমরা এমন কোন আইন তৈরি করিনি যাকে ঘিরে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। কেন্দ্রীয় সরকার (ওয়াকফ সংশোধনী) এই আইন তৈরি করেছে। আপনাদের উচিত কেন্দ্রের কাছ থেকে এই বিষয় বিবৃতি দাবি করার।’’ 

রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা হিংসা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

রাজ্যের যেই যেই জায়গায় হিংসার ঘটনা ঘটেছে সেই এলাকা গুলোয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন বিকেল ৪:২০ মিনিটে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরির বেঞ্চে হবে মামলার শুনানি। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন