Mamata Banarjee

চাপের মুখে মুর্শিদাবাদের নিহতদের পরিবারের জন্য ক্ষতিপুরণ ঘোষনা মমতার, চুপ পুলিশের ভূমিকা নিয়ে

রাজ্য

ছবি পিটিআই

মুর্শিদাবাদে হিংসায় নিহত তিনজনের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপুরণ ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নেতাজি ইন্ডোরে ইমামদের নিয়ে বৈঠকে তিনি একথা ঘোষনা করেছেন।
তবে এদিন মুর্শিদাবাদের ঘটনা নিয়ে পুলিশের যেই ভূমিকা তা নিয়ে কোণ শোনা যায়নি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে। তিনি দাবি করেছেন বাংলাদেশ থেকে সীমান্ত পার করিয়ে লোক ঢুকিয়ে পরিকল্পিত ভাবে অশান্তি তৈরি করা হয়েছে মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী সভা থেকে দাবি করছেন হিংসার ঘটনা পরিকল্পিত। তার মানে এই কথা থেকেই স্পষ্ট রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যার্থ। 
গোটা ঘটনাকে কেন্দ্র করে পুলিশি ব্যার্থতা নিয়ে বার বার সরব হয়েছে সিপিআই(এম)। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সেলিম বলেছেন, ‘‘আক্রান্ত বিভিন্ন এলাকায় সম্প্রদায় নির্বিশেষে অভিন্ন অভিযোগ হলো পুলিশ সময়মতো আসেনি। পুলিশ সময়মতো ব্যবস্থা নেয়নি। থানা থেকে গাড়িতে পাঁচ মিনিট দূরত্বে হিংসা হয়েছে। পুলিশ পৌঁছেছে সাড়ে ৩ ঘন্টা বাদে।’’ 
সেলিম বলেছেন, ‘‘পুলিশ সংখ্যাগুরুবাদী রাজনৈতিক লাইন নিয়ে চলছে। যাঁরা সংখ্যালঘু, যে যেখানেই হোক, তাঁর কোনও অধিকার তাকবে না। এমনকি শান্তিতে থাকার অধিকার পর্যন্ত থাকবে না।’’
কলকাতায় মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে সেলিম মুর্শিদাবাদের হিংসায় বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘বসিরহাট, আসানসোল, ধুলাগড়ের মতো বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসায় কোনও তদন্ত করেনি রাজ্য। কারা দাঙ্গা করল, কেন করল সামনে আসেনি। এই তথ্য জানা দরকার ভবিষ্যতে এমন সম্ভাবনা এড়ানোর জন্যই।’’
এদিন মমতা ইমামদের সভা থেকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি কার্যত অভিযোগের সুরে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য বলেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে বলবো অমিত শাহের অপর নজর রাখতে। উনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য দেশের ক্ষতি করছেন।’’
এর আগেও মমতাকে নরেন্দ্র মোদীর প্রতি নরম এবং শাহের ওপর কঠোর হতে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘মোদী ভালো, অমিত শাহ খারাপ।’
এই হিংসার ঘটনাকে কেন্দ্র শতাধিক গ্রেপ্তার হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা শোনা যায়নি মুখ্যমন্ত্রীর কথায়। তিনি দাবি করেছেন রাজ্যে ওয়াকফ আইন প্রয়োগ করা হবে না। তবে মুখে বললেও রাজ্য বিধানসভায় ওবাকফ বিরোধী কোন প্রস্তাব পাশ করেনি রাজ্যের তৃণমূল সরকার।

Comments :0

Login to leave a comment