এদিন জয় না পেলেও বল দখলের হারে এগিয়ে ছিল মোহনবাগান। মোহনবাগানের বল দখলের হার ছিল ৫৯ শতাংশ। তবে এদিন মোহনবাগান আপফ্রন্টের ব্যর্থতা পরিসংখ্যানেও স্পষ্ট। এদিনের ম্যাচে প্রতিপক্ষ গোল লক্ষ করে মোট ২৬টি শট নিয়েছেন সবুজ মেরুন খেলোয়াড়রা। কিন্তু তিনকাঠির মধ্যে ছিল মাত্র ৭টি শট। অপরদিকে ১৪টি গোলমুখী শট নিয়ে ৭টি শট লক্ষে রাখতে পেরেছেন জামশেদপুরের খেলোয়াড়রা।
এই ম্যাচ ড্রয়ের ফলে আইএসএল তালিকার চতুর্থ স্থানে রইল মোহনবাগান। ১৭ ম্যাচ খেলে এটিকে মোহনবাগানের সংগ্রহ ২৮ পয়েন্ট। অপরদিকে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১১ দলের লিগে জামশেদপুরের অবস্থান দশম স্থানে। তাঁদের সামনে অর্থাৎ নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল।
Comments :0