রাষ্ট্রপতি মহম্মদ সাহানুদ্দিনের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দাবি করেন যে হাসিনা যে ইস্তফা দিয়েছেন এমন কোন নথি তার কাছে নেই। এই কথা সামনে আসার পর নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
হাসিনা পদত্যাগ করার পর ইউনুসের নেতৃত্বে তৈরি করা হয়েছে অন্তবর্তী সরকার। সেই সরকারের প্রতিনিধি যখন রাষ্ট্রপতি কাছে যান হাসিনার পদত্যাগ পত্র নেওয়ার জন্য তখন এই তথ্যটি সামনে আসে।
বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে খবর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে শুরু হয়েছে বিক্ষোভ। অবস্থান চালাচ্ছেন আন্দোলনকারিরা। তাদের দাবি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে।
বঙ্গভবনের সামনে কোন অশান্তি যাতে না হয় তার জন্য কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
ঢাকার শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সমাবেশ ও বিক্ষোভ সভা হয়। সেই সভায় চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি তোলা হয়। সূত্রের খবর ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, পাবনা, টাঙ্গাইল, কক্সবাজার, ফেনী, মেহেরপুর, নড়াইল ও ঝিনাইদহে এই দাবিতে বিক্ষোভ চলছে।
অন্যদিকে বাংলাদেশে যাতে নতুন করে কোন সাংবিধানিক সঙ্কট না দেখা দেয় তার জন্য প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন বিএনপি-র একটি প্রতিনিধি দল।
Bangladesh
রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ
×
Comments :0