শিশু পাচারের সাথে যুক্ত থাকার অপরাধে কলকাতা থেকে এক দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করলো মুম্বাই পুলিশ। জানানো হয়েছে অভিযুক্ত চিকিৎসক রেশমা ব্যানার্জিকে গ্রেপ্তার করার পাশাপাশি দুই বছর বয়সী এবং তিন বছর বয়সী শিশুকে উদ্ধার করে মুম্বাই পুলিশের ওই বিশেষ দল।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয় এক ব্যাক্তি গতবছর মে মাস নাগাদ অভিযোগ করেন যে তার জামাই এবং নাতি নিখোঁজ। পরবর্তী সময় তদন্তে নেমে পুলিশ জানতে পারেন যে ওই ব্যাক্তির জামাই তার নিজের ছেলেকে ১লক্ষ ৬০ হাজার টাকার বিনিময় তিন ব্যাক্তির কাছে নিজের ছেলেকে বিক্রি করে দিয়েছেন।
তদন্তে নেমে পুলিশ ওই ব্যাক্তি এবং তিন ব্যাক্তি যার কাছে সে ছেলেকে বিক্রি করেছিলেন তাদের গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় ভুবনেশ্বরের এক মহিলার কাছে তারা বাচ্চাটিকে বিক্রি করে।
তদন্তের সূত্র ধরে মুম্বাই পুলিশের একটি দল ভুবনেশ্বর গিয়ে মহিলা চিকিৎসকের সম্পর্ক সব তথ্য সংগ্রহ করে। তদন্তকারি আধিকারিকরা জানতে পারেন যে ওই মহিলা ভুবনেশ্বরের একটি হাসপাতালে থাকেন, তিনি কলকাতার বাসিন্দা। সূত্রে ধরে পুলিশ মহিলাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের বিশেষ দল। গ্রেপ্তারির পাশাপাশি দুজন শিশুকেও তারা উদ্ধার করতে সক্ষম হন।
গত ১৩ এপ্রিল অভিযুক্ত মহিলাকে আটক করে মুম্বাই নিয়ে যায় মুম্বাই পুলিশ। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
Comments :0