শিয়ালদহ মেন শাখায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ২২ বচর বয়সী মহম্মদ আলি হাসান আনসারি প্রবল ভীড়ের চাপে টিটাগড় এবং খড়দহ স্টেশনের মাঝে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান।
মৃতের্ পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তীড়ের জন্য ভিতরে ঢুকতে না পারায় কোন মতে দরজা ধরে দাঁড়িয়ে ছিল ওই যুবক।
শিয়ালদহ মেন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকায় কাজের দিনে অফিস টাইমে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শহরতলির লোকাল ট্রেনের যাত্রিধারণ পরিকাঠামো বাড়ানোর কাজে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার দুপুর ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ।
যাত্রীদের অভিযোগ কোন ট্রেন কখন বাতিল থাকবে তা রেলের পক্ষ থেকে জানানো হয়নি। যার জন্য কাজে বেড়িয়ে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে।
Comments :0