স্কুটি থেকে পড়ে যান সফিকুল ইসলাম। তারপর চিতাবাঘ তাঁর ওপরে ঝাপিয়ে পড়ে। আক্রান্ত ওই ব্যাক্তির চিৎকারে লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি মেডিকাল কলেজে। সেখানে রাত ৯:৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
বন বিভাগের খুনিয়া রেঞ্জার জানিয়েছেন সফিকুলের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
চা বাগান এলাকায় মাঝে মধ্যে চিতাবাঘের হানায় মৃত্যুর খবর সামনে আসে। প্রতিবার বন বিভাগের পক্ষ থেকে আক্রমণ আটকানোর জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও কোন কিছু করা হয়নি।
Comments :0