গ্রুপ স্তরের খেলা পুরোপুরি শেষ হয়নি। কিন্তু তার আগেই অদ্ভুত রেকর্ড দেখার পথে ২০২৪’র ইউরো কাপ। এখনও অবধি হওয়া ১৮টি ম্যাচে সর্বোচ্চ ৫টি গোল এসেছে সেমসাইড থেকে।
সর্বশেষ সেমসাইড গোলটি এসেছে বৃহস্পতিবার। স্পেনের বিরুদ্ধে নিজেদের জালেই বল ঠেলেন ইতালির রিকর্ডো কালাফিয়োরি। সেই গোলের ফলে ১-০ গোলে ম্যাচ জিতে গ্রুপ স্তরের গন্ডি টপকেছেন স্প্যানিয়ার্ডরা।
সর্বোচ্চ গোলদাতার তালিকায়, ২টি গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানির আক্রমণাত্মক মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ৪০ জন খেলোয়াড় ১ টি করে গোল করেছেন।
অপরদিকে বাকি ৪টি সেমসাইড গোল করেছেন জার্মানির অ্যান্টনিও রুডিগার, অস্ট্রিয়ার ম্যাক্সিমিলিয়ান উবর, চেক প্রজাতন্ত্রের রবিন র্যান্যাক এবং আলবেনিয়ার ক্লাউস গ’জাসুলা।
ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, গত ইউরো কাপে ১১টি আত্মঘাতী গোল হয়েছিল। সেই রেকর্ড এবারেই ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অপরদিকে আলবেনিয়ার গা’জুসলা নিজের দেশের পক্ষে এবং বিপক্ষে গোল করে অনন্য নজির তৈরি করেছেন। চলতি ইউরো কাপে এই উদাহারণ অন্য কোনও খেলোয়াড়ের নেই।
Comments :0