চিকিৎসা করাতে আসা রোগী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, নিখোঁজ মহিলার নাম অঞ্জলী মাতব্বর। ওই মহিলা স্বামী ছেলে ও পরিবারের অন্যান্যদের সাথে মঙ্গলবার ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন। আউটডোরে মহিলাকে দেখানো হয়েছিল। এরপরে চিকিৎসক পরামর্শ দেন রোগীকে ভর্তি করার জন্য। কিন্তু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের ভর্তি নেবার ক্ষেত্রে শয্যা সংখ্যা অপ্রতুল থাকায় ওই মহিলা রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালের মেঝেতেই ঠাঁই দেওয়া হয়। পরিবারের লোকজন মহিলাকে সেখানে রেখে ঠান্ডার সময়ে মেঝেতে থাকার জন্য প্রয়োজনীয় বিছানাপত্রের ব্যবস্থা করতে যান। ফিরে আসার পরে নির্দিষ্ট জায়গায় মহিলাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। কিন্তু অনেক খোঁজাখুজির পরেও এদিন নিখোঁজ অঞ্জলী মাতব্বরের কোন খোঁজ মেলেনি।
ওয়ার্ডের দায়িত্বে থাকা কর্মীরাও ওই মহিলা রোগীর বিষয়ে কোনওকিছু বলতে পারেনি। পরিবারের লোকজন এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন। মহিলার খোঁজ না মেলায় পরিবারের লোকজন উত্তরবঙ্গ মেডিক্যাল ফাঁড়ির পুলিশের দারস্থ হয়েছেন। নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ জানানো হয়েছে মহিলার পরিবারের পক্ষ থেকে। নিখোঁজ মহিলার পরিবার এক্ষেত্রে কর্মীদের গাফিলতির অভিযোগ তুলে বলেন, চিকিৎসার জন্য ভর্তি নেওয়া একজন রোগী তার ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে নিখোঁজ হয়ে গেল। অথচ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কোন হুঁশ নেই। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0