কাশীপুরের তোলাবাজি ঘটনায় মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেপ্তার করলো পুলিশ। সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক তথা কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের নাম করে টাকা চাওয়া হয় স্থানীয় এক প্রোমোটারের কাছ থেকে। টাকা না দেওয়ায় রাতের বেলায় ওই প্রমোটারের অফিসে ঢুকে তাকে মারধর করা হয়। তৃণমূল নেতা অভিজিৎ মণ্ডলের (রানা) নেতৃত্বে এই হামলা হয়। রানা অতীনের ঘনিষ্ঠ বলেই দাবি স্থানীয়দের।
শনিবার ভিডিও ভাইরাল হওয়ার পর দু’জনকে গ্রেপ্তার করা হয়। আক্রান্তের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার রাতে ঘটেছে এই ঘটনা। আহত প্রমোটার বর্তমানে হাসপাতালে ভর্তি। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে এই তৃণমূল নেতাকে।
এর আগে এই একই ভাবে তৃণমূল নেতা জয়ন্ত সিং এবং চোপড়ার জেসিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধেও দলবদ্ধ মারের অভিযোগ রয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে।
Comments :0