ন্যায় এবং সুবিচারের ব্র্যান্ড হচ্ছে সিবিআই। বিভিন্ন বিষয়ের তদন্তের ক্ষেত্রে সিবিআইয়ের ওপর আস্থা বেড়েছে সাধারণ মানুষের। দিল্লিতে সিবিআইয়ের হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য এই অনুষ্ঠান থেকে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন কেন্দ্রে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে। নরেন্দ্র মোদী বলেন, ‘যাদের বিরুদ্ধে এখন সিবিআই তদন্ত চলছে তারা অত্যন্ত প্রভাবশালি। তাদের কোনভাবে যেন ছেড়ে না দেওয়া হয়।’’
প্রধানমন্ত্রী যখন সিবিআইয়ের প্রশংসা করছে তখন কলকাতা হাই কোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআইকে। রাজ্যে নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচারের মতো একাধিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। এখনও পর্যন্ত এই সব ক্ষেত্রে তৃণমূলের নেতা মন্ত্রী সহ কয়েকজন গ্রেপ্তার হলেও তদন্তের কিনারা করতে পারেনি সিবিআই। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে একই ভাবে ব্যাপম দুর্নীতির কোন কিনারা তারা করতে পারেননি, সারদা চিট ফান্ড তদন্তের ক্ষেত্রেও একই ভুমিকা সিবিআইয়ের।
বিরোধীদের বিরুদ্ধে অনৈতিক ভাবে সিবিআই, ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যে এই বিষয় সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে ১৪টি বিরোধী দল।
Modi on CBI
সিবিআইয়ের প্রশংসায় মোদী
×
Comments :0