‘‘আমরা বিচার চাই, লক্ষীর ভান্ডার চাই না’’ ন’বছরের নাবালিকাকে হারিয়ে এই আওয়াজ তুলছে মহিষমারি। শনিবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির এই জনপদ। চতুর্থ শ্রেণির একজন নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তপ্ত গোটা গ্রাম। বিচার চেয়ে পথে নেমেছেন গ্রামবাসীরা।
মঙ্গলবার জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল নির্যাতীতার পরিবারের সাথে দেখা করতে গেলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। তৃণমূল সাংসদকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান। একই ভাবে শনিবার যেদিন এই ঘটনা ঘটেছিল, সাংসদ নির্যাতীতার পরিবারের সাথে দেখা করতে গেলে তাকে দেখা করতে দেওয়া হয়নি ফিরে যেতে হয়েছিল সাংসদকে।
এদিন সকালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। বারুইপুর এসডিপিও’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গেলে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পথ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে নতুন করে শুরু হয় বিক্ষোভ। এই ঘটনার প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ তুলেছএন গ্রামবাসীরা। তাদের কতায় শুক্রবার রাতে তাদের প্রথমে মহিষমারি পুলিশ ফাঁড়ি থেকে পাঠানো হয় কুলতলি থানায় তারপর সেখান থেকে যেতে বলা হয় জয়নগর থানায়। নির্যাতীতার পরিবারের কথায় ওই দিন পুলিশ যদি দ্রুততার সাথে পদক্ষেপ নিত তবে আজ তাদের এই দিন দেখতে হতো না।
Jaynagar
মহিষমারিতে বিক্ষোভ গ্রামবাসীদের, ফিরতে হলো সাংসদকে
×
Comments :0