Jalpaiguri SSC Rally

এসএসসি দুর্নীতির প্রতিবাদে নাগরিক মিছিল জলপাইগুড়িতে

জেলা

শিক্ষক-শিক্ষা কর্মীদের ডাকে বিরাট প্রতিবাদ মিছিল জলপাইগুড়িতে।।

বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় থেকে ২০১৬ প্যানেল ভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীদের ডাকে সমস্ত অংশের মানুষকে নিয়ে এক বিরাট প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে পা মেলান শিক্ষক শিক্ষা কর্মী ছাত্র যুব চিকিৎসক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ। 
মিছিল শেষে কদমতলা মোড়ে দীর্ঘক্ষণ পথ আটকে তাদের দাবিগুলি মানুষের সামনে তুলে ধরেন ২০১৬ সালের প্যানেল ভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আন্দোলনের নেতৃবৃন্দ। এরপর কদমতলা মোড়ে এবিটিএ, এবিপিটিএ ডিওয়াইএফআই, এসএফআই’র ডাকে প্রতিবাদ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন এবিটিএ নেত্রী রীতা রায় সেনগুপ্ত। বক্তব্য রাখেন এবিটিএ’র জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, এবিপিটিএ’র পক্ষে জয়দীপ রায়, ডিওয়াইএফআই জেলা সম্পাদক শুভায়ু পাল, এসএফআই নেতা অর্ণব সরকার। নেতৃবৃন্দ কসবা সহ গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান।

Comments :0

Login to leave a comment