Remote Voting

এখনই নয় রিমোট ভোটিং

জাতীয়

এখনই রিমোট ভোটিং পদ্ধতি চালু করার কোন পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের। শুক্রবার সংসদে প্রশ্ন উত্তর পর্বে একথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।

কি এই রিমোট ভোটিং পদ্ধতি? রিমোট ভোটিল পদ্ধতিতে একজন ভোটারকে বুথ পর্যন্ত যেতে হবে না ভোট দেওয়ার জন্য। বাড়ি বসে এমনকি দেশের বাইরে থেকেও একজন নাগরিক প্রযুক্তির সাহায্য নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। 

নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল গুলিকে নিয়ে এই বিষয় আলোচনা করা হয়েছে। সূত্রের খবর রিমোট ভোটিংয়ের ক্ষেত্রে বহু রাজনৈতিক দল নিজেদের অসম্মতি প্রকাশ করেছেন। তাদের কথায় এই পদ্ধতি চালু হলে নির্বাচনে ব্যাপক হারে কারচুপি করার সম্ভাবনা রয়েছে। 

Comments :0

Login to leave a comment