RG KAR MOVEMENT

বিচারহীন ১০০ দিনের মাথায় জ্বলবে ১০০ মশাল

রাজ্য

আগামী ১৭ নভেম্বর ১০০ দিন পূর্ণ হচ্ছে আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার। ওই দিন একাধিক কর্মসূচির ডাক দেওয়া হয়েছে অভয়া মঞ্চের পক্ষ থেকে। ওই দিন সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত ১০০ সাইকেলের মিছিল ডাক দেওয়া হয়েছে। রাজ্যের ১০০ রাস্তায়, ১০০ মশাল হাতে ১০০ মিনিট নীরবতার ডাকও দেওয়া হয়েছে। 
রবিবার অর্থাৎ ১৭ নভেম্বর বিকেল পাঁচটায় মিছিল শুরু হবে সোদপুর থেকে। রাত ৮টায় হবে ১০০ মিনিটের জন্য নীরবতা।
বিচারের দাবিতে এই সময়কালে প্রতিনিয়ত রাস্তায় থেকেছেন মানুষ। ‘বিচার চাই’ এই স্লোগানে বার বার উত্তাল হয়েছে কলকাতা সহ গোটা রাজ্য। সাধারণ মানুষের এই প্রতিবাদকে আটকাতে বার বার সক্রিয় হয়েছে রাজ্যের তৃণমূল সরকার। শারদীয়ার সময় বিচারের দাবিতে স্লোগান তোলায় গ্রেপ্তার করা হয় প্রতিবাদীদের। হাইকোর্টের নির্দেশের জামিন হয় তাদের। 
এই সময়কালে মুখ্যমন্ত্রী সহ গোটা রাজ্য প্রশাসন বার বার চেষ্টা করিয়েছে প্রতিবাদকে ভুলিয়ে দিতে। ‘উৎসবে’ ফেরার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের মানুষ তার কথাকে মান্যতা না দিয়ে সামিল হয় দ্রোহের কার্নিভালে। রেড রোডে যখন চলছে সরকারের পুজো কার্নিভাল তখন অদুরে রাণী রাসমণি অ্যাভিনিউয়ে চলছিল দ্রোহের কার্নিভাল।

Comments :0

Login to leave a comment