কলকাতার কলেজ স্ট্রিট চত্বর বরাবরই আন্দোলনের কেন্দ্র হয়ে থেকেছে। ছাত্রদের মিছিল মানেই কলেজ স্ট্রিট। কিন্তু এই কল্লোলিনী তিলোত্তমা দেখাল এক অনন্য চিত্র।
এবার কলেজ স্ট্রিট চত্বরে শোনা গেল রিকশা শ্রমিকদের স্বর। আরজি কর কাণ্ডের দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবার পথে নামলেন কলকাতার রিকশা শ্রমিকরা। হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত তাঁরা রিকশা নিয়ে মিছিল করেন।
মিছিলের সংগঠকদের তরফে বলা হয়, তাঁরা এই অংশের শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেন। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীখুনে প্রতিবাদে শামিল হওয়ার জন্য আবেদন জানানো হয়। রিকশা শ্রমিকরা তাঁদের প্রস্তাবে রাজি হন।
রবিবারের মিছিলে ৩০ থেকে ৪০ শ্রমিক রিকশা নিয়ে মিছিলে আসেন। মিছিলে তাঁদের স্লোগান দিতে শোনা যায়- 'বাত এক বাত সাফ, ইনসাফ ইনসাফ', 'মাঙ্গ এক মাঙ্গ সাফ, ইনসাফ ইনসাফ'।
আর জি করের ঘটনার এখন শুধু মাত্র ডাক্তার বা স্বাস্থ্যক্ষেত্রে যাঁরা যুক্ত তাঁদের অন্দোলন নয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে সর্বত্র। শাসক দল যতই অন্দোলনের অভিমুখ ঘুরিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করুক মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সমর্থন জানিয়েছেন।
যখন রিকশা শ্রমিকরা মিছিল করছেন সেই কর্মসূচির খবর শুনে জুনিয়র ডাক্তাররা সেই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলের শুরুতে এবং শেষে মানববন্ধন করে তাঁরা মিছিলকে এগিয়ে নিয়ে গেছেন। রাস্তায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কেউ হাততালি দিয়ে কেউ আবার স্লোগানে গলা মিলিয়ে সমর্থন জানান তাঁদের। মিছিলে মায়ের সাথে পা মেলালো ৬ বছরের এক শিশু। তাঁর মা বললেন, ‘‘ওদের ভবিষ্যতের জন্য রাস্তায় নামতে হবে। ওরাও দেখুক এবং শিখুক কোনটা ভালো কোনটা মন্দ।’’
RICKSHAW RALLY KOLKATA
'বাত এক বাত সাফ, ইনসাফ ইনসাফ'

×
মন্তব্যসমূহ :0