৪০৪ রানে শেষ হল সৌরাষ্ট্রের প্রথম ইনিংস। তারফলে প্রথম ইনিংসে বাংলার থেকে ২৩০ রানে এগিয়ে থেকে শেষ হয় সৌরাষ্ট্রের ইনিংস । জবাবে ব্যাট করতে নেমে বাংলার স্কোর ১৬৯/৪। তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। বাংলা এখনও ৬৩ রানে পিছিয়ে রয়েছে।
সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮১ রান করেন অর্পিত ভাসাভাডা। এছাড়া হার্ভিক দেসাই এবং চিরাগ জানি অর্ধ-শতরান করেন। বাংলার হয়ে মুকেশ কুমার ৪টি, এবং ঈশান পোড়েল ও আকাশদীপ ৩টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শুরুতেই আউট হন নবাগত ওপেনার সুমন্ত গুপ্ত। তাড়াতাড়ি প্যাভেলিয়নে ফেরত যান অভিমন্যু ঈশ্বরণ এবং সুদীপ ঘরামি। এক সময় বাংলার স্কোর ছিল ৪৩/৩। সেখান থেকে জুটি গড়ে দলকে টানতে শুরু করেন অনুষ্টুপ মজুমদার এবং অধিনায়ক মনোজ তিওয়ারি। অনুষ্টুপ ৬১ রানের মাথায় আউট হওয়ার পরে শাহবাজ আহমেদকে সঙ্গী করে পালটা লড়াই ফেরানোর কাজ করছেন মনোজ। তৃতীয় দিনের শেষে ক্রীজে রয়েছেন মনোজ(৫৭*) এবং শাহবাজ(১৩*)।
সৌরাষ্ট্রের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন চেতন সাকারিয়া এবং জয়দেব উনাদকাট।
Comments :0