ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বাঁধা ভেঙে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকলেন এসএফআই কর্মীরা। সোমবার ছাত্র সংসদ নির্বাচন, সেমিস্টার ফি কামনো সহ একাধিক দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছিল এসএফআই।
রাজাবাজার থেকে মিছিল করে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পর্যন্ত মিছিল করেন এসএফআই কর্মীরা। মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর ঢুকতে গেলে বাঁধা দেয় পুলিশ। গেট বন্ধ করে মিছিল আটকানোর চেষ্টা করা হয়।
পুলিশি বাঁধাকে উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন আন্দোলনরত ছাত্র ছাত্রীরা। মিছিল আটকানোর জন্য পুলিশের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও উপস্থিত ছিল। এসএফআই কর্মীদের জেদের কাছে এবং প্রতিরোধের মুখে পড়ে পিছু হটে তৃণমূল ছাত্র পরিষদ।
সেন্ট্রাল লাইব্রেরির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এসএফআই কর্মীরা। তাদের দাবি অবিলম্বে ছাত্র পরিষদ নির্বাচন ঘোষনা করতে হবে সরকারকে।
২০১৭ সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে গায়ের জোড়ে ছাত্র সংসদ দখল করে তৃণমূল ছাত্র পরিষদ।
Comments :0