আমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে সামনে আসে শ্রেয়াসের কোমরের চোটের কথা। কোমরের যন্ত্রণায় দলের প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি শ্রেয়াস। শ্রেয়াসের অনুপস্থিতিতে ভারতকে ৯ উইকেটে খেলতে হয়। দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটারের চোটের বিষয়টিকে মোটেই লঘু করে দেখছে না ভারতীয় বোর্ড। শনিবারই শ্রেয়াসের কোমরে স্ক্যান করে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম। সেই স্ক্যানের রিপোর্ট যদিও প্রকাশ্যে আনা হয়নি।
ভারতীয় ড্রেসিং রুম সূত্রে খবর, সোমবার, অর্থাৎ আমেদাবাদ টেস্টের পঞ্চম দিনে শ্রেয়াসের মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। টেস্ট সিরিজের পরে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন কোহলিরা। সম্পূর্ণ সুস্থ হয়ে না উঠলে ১৭ মার্চ থেকে শুরু হতে চলা সেই সিরিজেও হয়ত মাঠে নামবেন না শ্রেয়াস।
অপরদিকে শ্রেয়াসের অনুপস্থিতিতে প্রথম একাদশে জায়গা পেতে পারেন সূর্যকুমার যাদব কিংবা ইশান কিষন।
Comments :0