ডাইন অপবাদ দিয়ে সিপিআই(এম) কর্মী ও তাঁর পরিবারকে হত্যার চেষ্টা ও বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের ধোয়াবিশুয়া গ্রামে। ঘটনায় আতঙ্কিত গোটা পরিবার। এই ঘটনায় রায়গঞ্জ থানায় চার দুষ্কৃতীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সিপিআই(এম) রায়গঞ্জ উত্তর এরিয়া কমিটির অন্তর্গত শীতগ্রাম শাখা কমিটির সদস্য সোম মার্ডির উপর মাস তিনেক আগে থেকেই ডাইন সন্দেহে ঘর ছাড়া করার পরিকল্পনা নিয়েছিল দুষ্কৃতীরা। একাধিকবার তাঁকে ও তাঁর পরিবারকে হেনস্তা করা হয়। মাস দুয়েক আগে সোম মার্ডি ও তার স্ত্রী সান্ধু মুর্মুকে ডাইন ও ডাইনি অপবাদ দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা। প্রায় দুমাস একঘরে করে রাখা হয়েছিলো পুরো পরিবারকে। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছিলো। স্থানীয় সিপিআই(এম) নেতা, পুলিশ অফিসার, এলাকার পঞ্চায়েত সদস্য এবং আদিবাসি সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করে মিমাংসা করে নেওয়া হয়ে। তারপর মাস দুয়েক চুপচাপ ছিল। হঠাৎ শনিবার রাতে বাড়ির পিছনে কাঠের ঘরে আগুন জ্বলতে দেখে ঘর ছেড়ে বেড়িয়ে পড়ে গোটা পরিবার। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ৩টে শোবার ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাতেই পৌছায় দমকলের কর্মীরা। আগুনে ঘরের আসবাবপত্র, জমির দলিল, ছেলে মেয়ের বই খাতা ভস্মিভুত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ধোয়াবিশুয়া গ্রামে পৌছান সিপিআই(এম) শাখা সম্পাদক ইউনুস আলি, মোস্তাফা সেখ অন্যান্যরা।
ইউনুস আলির অভিযোগ করে বলেন,‘‘সিপিআই(এম) কর্মীর বাড়ি ঘর কেড়ে নেওয়ার জন্যে ডাইন অপবাদ দিয়ে প্রাণনাশের চেষ্টা হয়েছিলো প্রায় ৩ মাস আগে। পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সোম মার্ডির উপর নাগাতার চাপ ছিলো। মিটিয়েও নেওয়া হয়েছিলো। আজ রায়গঞ্জ থানায় এফ আই আর করা হয়েছে’’। দুষ্কৃতীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন তিনি।
সোম মার্ডি জানিয়েছেন, আমাকে ও আমার স্ত্রীকে ডাইন ডাইনী অপবাদ দিয়ে দীর্ঘদিন ধরে অত্যাচার করছে দুষ্কৃতীরা। রাতে বাড়িতে আগুন জ্বালিয়ে দিলে সেখান থেকে কোনক্রমে পালিয়ে বাঁচি। আতঙ্কে রয়েছি কারণে যে কোন সময় আমাদের প্রাণে মেরে ফেলবে দুস্কৃতীরা’’।
Slandering Witch
ডাইন অপবাদ দিয়ে সিপিআই(এম) কর্মী ও তাঁর পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা
×
Comments :0