ভারতকে হারিয়ে টি-২০ ত্রিপাক্ষিক সিরিজের ফাইনালে জিতল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কাউর। বাফালো পার্কের পিচে প্রথম থেকেই বিপাকে পড়ে টিম ইণ্ডিয়া। শুরুতেই স্মৃতি মান্ধানার উইকেট হারায় ভারত। হারলিন দেউলের ৪৬ রান ছাড়া, বাকী ব্যাটিং লাইনআপ পুরো ফেল। নির্ধারিত ২০ ওভারে, চার উইকেট হারিয়ে ১০৯ রান তুলতে সক্ষম হয় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি উইকেট পান এন ম্লাবা।
জবাবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকাও বিপর্যয়ে পড়ে। পিচের গতিপ্রকৃতি থেকে স্পষ্ট, এটি আসলে একটি লো-স্কোরিং ম্যাচই হওয়ার ছিল এবং হলও তাই। তবে দক্ষিণ আফ্রিকার ট্রিয়ন ৩২ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। ফলে মাত্র ১৮ ওভারে, পাঁচ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে দুটি উইকেট পান স্নেহ রানা।
দক্ষিণ আফ্রিকা জয়ী ৫ উইকেটে। ম্যাচের সেরা ক্লো ট্রিয়ন এবং সিরিজের সেরা দীপ্তি শর্মা।
Comments :0