ইউরো ২০২৪ এর কোয়ার্টার ফাইনালে জার্মানির সঙ্গে হাই ভোল্টেজ ম্যাচ নিশ্চিত করে জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ লিগের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর স্পেন নিপুন ক্রীড়া শৈলী প্রদর্শন করেছে। যদিও প্রথম হাফে সেম সাইড গোলে পিছিয়ে পরে স্পেন। ওতার কাকাবাদজের জোরালো ক্রস অসাবধানতাবশত স্পেনের জালে জড়ান রবিন লে নরমান্ড।
১৮ মিনিটে রবিন লে নরম্যান্ডের গোলে পিছিয়ে পড়ে স্পেন। তবে ৩৯ মিনিটে সমতা ফেরান রডরি। এরপরে প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলার ধরণই বদলে যায় স্পেনের। প্রথমার্ধে লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে আর স্পেনকে আটকে রাখতে পারেনি জর্জিয়া। ৫১ মিনিটে স্পেনকে এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ। ৭৫ মিনিটে ব্যবধান বাড়ান নিকো উইলিয়ামস। এরপর ৮৩ মিনিটে স্পেনের হয়ে চতুর্থ গোল করেন ড্যানি অলমো। এই জয়ের পর কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখোমুখি হচ্ছে স্পেন। এবারের ইউরো কাপে অন্যতম আকর্ষণীয় হতে চলেছে এই ম্যাচ।
EURO CUP 2024
ইউরো কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পরেও দুর্দান্ত জয় স্পেনের
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0