RUSSIA BOMB BLAST

সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণ
মৃত রুশ সামরিক ব্লগার
ধৃত আততায়ী

আন্তর্জাতিক

RUSSIA BOMB BLAST ST PETERSBURG UKRAINE WAR BENGALI NEWS খুনের ঘটনায় ধৃত দারিয়া।

রাশিয়ার জনপ্রিয় সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কিকে খুনের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল সেদেশের পুলিশ। রাশিয়ার সরকারি সংবাদসংস্থা আরটি’র প্রতিবেদন অনুযায়ী, রবিবার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাতারস্কি প্রাণ হারান। ঘটনায় আহত হন ৩০ জনের বেশি সাধারণ মানুষ। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম দারিয়া ত্রেপোভা।

রুশ গোয়েন্দা বিভাগের দাবি, বিস্ফোরণের কিছু আগে তাতারস্কির হাতে একটি মূর্তি তুলে দেন দারিয়া। বিস্ফোরণের কিছুক্ষণ আগে তিনি ক্যাফে থেকে বেরিয়ে যান। তিনি বেরিয়ে যাওয়ার পরেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।

রাশিয়ার অপর সংবাদ সংস্থা ফন্টাঙ্কা জানাচ্ছে, ঘটনার পরে দারিয়া তাঁর স্বামীর এক বন্ধুর অ্যাপার্টমেন্টে আশ্রয় নেন। নিজের পরিচয় বদলে ফেলতে চুলও কেটে ফেলেন তিনি। ফন্টাঙ্কা জানাচ্ছে, রাশিয়া ছেড়ে উজবেকিস্তানে পালানোর ছক কষেছিলেন দারিয়া। সেই মতো প্লেনের টিকিটও কেটেছিলেন। কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান তিনি। রুশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই দারিয়া’র একটি ভিডিও সামনে আনা হয়েছে। সেখানে তাঁকে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করতে দেখা গিয়েছে।

এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। রাশিয়ার তরফে এই ঘটনার জন্য ইউক্রেনের গোয়েন্দা বিভাগকে দায়ী করা হয়েছে। অপরদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেন্‌স্কি জানিয়েছেন এই ঘটনার সঙ্গে ইউক্রেন কোনওভাবেই যুক্ত নয়। 

Comments :0

Login to leave a comment