বাজ পড়ে বিহার এবং উত্তর প্রদেশে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২৫ জন মারা গিয়েছেন বিহারে। শুক্রবার রাজ্য সরকার জানিয়েছে নালন্দা, সিওয়ান, কাটিহার, দ্বারভাঙা, বেগুসরাই এবং জেহানাবাদে মৃত্যু হয়েছে।
বুধ এবং বৃহস্পতিবার বিহার এবং উত্তর প্রদেশের একাধিক জায়গায় বৃষ্টি হয়। বাজও পড়তে থাকে। রাত থেকেই বিভিন্ন এলাকায় মৃত্যুর খবর আসতে থাকে প্রশাসনের কাছে।
বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবের অভিযোগ, কেবল বিহারেই ৫০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার এবং শনিবারই ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দ্বারভাঙা, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, পশ্চিম চম্পারণ, কিসানগঞ্জ, আরারিয়া, সৌপল, সয়া সীতামাঢ়ি, নালন্দায় হতে পারে ঝড়বৃষ্টি।
Lightning Death
বাজ পড়ে বিহার, উত্তর প্রদেশে মৃত প্রায় ৫০

×
Comments :0