নিট, নেট কেলেঙ্কারির প্রতিবাদে গোটা দেশ জুড়ে বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরে গেট সভা, পিকেটিং করা হচ্ছে এসএফআইয়ের পক্ষ থেকে। এরই মধ্যে ধর্মঘটে যোগ দেওয়া ছাত্রদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল এবং পুলিশ।
পিংলা কলেজে এসএফআই কর্মী সমর্থকদের ওপর এদিন হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতি বাহিনী। বৃহস্পতিবার সকালে এসএফআই কর্মীরা যখন কলেজের বাইরে পিকেটিং করছিলেন তখন হঠাৎ করে বাঁশ, লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। আক্রান্ত হয়েছেন ছয় জন। একজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
অন্যদিকে জলপাইগুড়িতে ধর্মঘট ব্যর্থ করতে সক্রিয় হলো পুলিশ। জলপাইগুড়ি এফডিআই স্কুলের গেট থেকে এসএফআই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
কলকাতায় সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজের বাইরে চলছে বিক্ষোভ সভা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এনটিএ বাতিলের দাবিতে চলছে পিন ব্যাচ পড়ানো। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগে ছাত্র ছাত্রীদের কোন উপস্থিতি নেই বলে জানা গিয়েছে।
Student strike
ধর্মঘট আটকাতে ছাত্রদের ওপর চলছে হামলা তৃণমূল, পুলিশের
×
Comments :0