মুর্শিদাবাদের এক স্কুলে ছাত্রের কাছ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র সহ তিন ছাত্রকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই তিন ছাত্রের মধ্যে দু’জন আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রধানের নিকট আত্মীয়।
ছাত্রদের একাংশের বক্তব্য, শনিবার হাইস্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করেছে বেশ কয়েকজন ছাত্র। স্কুলের গেটম্যানের বক্তব্য, দু’দিন আগে স্কুলে সাইকেলের সিট খোলা নিয়ে ছাত্রদের মধ্যে বচসা হয়। তিনি গোলমালে বাধা দেন। তাঁর সঙ্গেও বচসা হয় এরপর। তাঁকেও হুমকিও দেয় একদল ছাত্র।
এরপরই শনিবার সকালে তিন ছাত্র বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে আসে বলে অভিযোগ। প্রধান শিক্ষক বন্দুক দেখতে পেয়ে তা কেড়ে নেন। এই ঘটনায় স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। যদিও অভিযুক্ত ছাত্ররা বলেছে যে, ওই বন্দুক কুড়িয়ে পেয়েছে তারা।
কেবল মুর্শিদাবাদই নয়, রাজ্যের প্রায় সর্বত্র ছোটখাটো গোলমালেও বেরিয়ে পড়ছে আগ্নেয়াস্ত্র। এত অস্ত্র আসছে কোথা থেকে, তা নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিকদের বড় অংশ। কিন্তু প্রশাসনের তরফে বড় কোনও উদ্যোগ চোখে পড়ছে না। ফলে বিভিন্ন জায়গায় চলছে গুলি চালনাও। কিন্তু মুর্শিদাবাদের ঘটনা রাজ্যের পরিস্থিতির গুরুত্বপূর্ণ সূচক। ছাত্র একেবারে আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে চলে এলে যে কোনও সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
Comments :0