একমাত্র বিরোধী বিধায়ক জেলে। বিরোধী আসনে বসে বিজেপি, তাদেরও প্রশ্ন তুলতে দেবে না সরকার। সার্কাস চলছে রাজ্য বিধানসভায়। সরকার যা মনে করছে তাই করছে।
সোমবার বিধানসভায় বিতর্ক প্রসঙ্গে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘‘এই সরকার কোনও রীতিনীতি মানে না। অতীতেও অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনার নোটিস গ্রহণ করেনি। বিধানসভা থেকে পালিয়ে যেতে চায় সরকার। বিধানসভাকে কলুষিত করা হচ্ছে।’’
মানুষের অধিকারের ওপর আক্রমণেরও প্রতিবাদ করেছেন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘‘সরকারি কর্মচারীরা অনশনে বসেছেন প্রাপ্য ডিএ’র দাবিতে। একজন অসুস্থ হয়ে পড়েছেন। সাতশো দিন ধরে অনশন প্রার্থীরা রাস্তায়। সরকারের কোনও হেলদোল নেই। এই সরকার অমানবিক।’’
এদিন বিধানসভায় বক্তব্যের মাঝে বাধা দেওয়ার অভিযোগ তুলে কক্ষ ছাড়েন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারি। তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পাঠানার হুঁশিয়ারি দিয়েছেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি।
চক্রবর্তী বলেন, ‘‘দিল্লিতে বিজেপি সরকার চালাচ্ছে। এখানে বিরোধী আসনে রয়েছে। একমাত্র প্রকৃত বিরোধী বিধায়ক নওসাদ সিদ্দিকীকে জেলে বন্দি করে রেখেছে তৃণমূল সরকার। এমনকি তারাও প্রশ্ন তুলবে সেই সুযোগ দেবে না তৃণমূল।’’
চক্রবর্তীর দাবি, আন্দোলনরত সরকারি কর্মীদে সঙ্গে কথা বলুক সরকার। ফের ১৭ ফেব্রুয়ারি রাস্তায় নামছেন তাঁরা। এদিন কর্মবিরতিতে অত্যন্ত ভাল সাড়া মিলেছে। কর্মচারীদের প্রাপ্য মেটাতে হবে সরকারকে।’
Sujan Chakraborty attack TMC
এই সরকার অমানবিক: ক্ষোভ চক্রবর্তীর
×
Comments :0