আদালতে সিবিআইয়ের পক্ষ থেকে তিনজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। আদালতের পক্ষ থেকে তাপস, কুন্তল এবং নীলাদ্রিকে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
তাপসের বয়ানের ভিত্তিতে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেপ্তার করে ইডি। সিবিআই সূত্রে খবর তিনজনকে মুখোমুখি বসিয়ে জিঞ্জাসাবাদ করা হতে পারে।
এর পাশাপাশি এদিন আদালতে এই একই মামলায় কৌশিক ঘোষ, শেক আলি ইমাম, আব্দুল খালেক এবং শাহিদ ইমামকে তোলা হয়। আদালতে এই পাঁচনের বিরুদ্ধে দুমাস বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
Comments :0