নিজেদের লোগো পরিবর্তন করলো টুইটার। পরিচিত নীল পাখির বদলে এবার থেকে টুইটারের লোগো হিসাবে ব্যাবহার করা হবে ‘ডগি’র ছবি। সামাজিকমাধ্যমে বিভিন্ন মিমে এই ডগি’র ছবি দেখা যায়।
শিবা ইনু কুকুরের এই মুখ ডগি কয়েন ক্রিপ্টোকারেন্সির লোগোও। তবে এই পরিবর্তনটি শুধুমাত্র টুইটারের ওয়েব সংস্করণে দেখা যাবে টুইটার অ্যাপে নয়। টুইটারের এই পরিবর্তন নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন ইলক মাস্ক।
টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই মাস্ক সামাজিক মাধ্যমে একের পর এক পরিবর্তন এনেছেন।
তবে এই প্রথম নয় এর আগেও একাধিক বার পরিবর্তিত হয়েছে টুইটারের লোগো। ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে পাঁচবার পরিবর্তিত হয়েছে টুইটারের লোগো।
Comments :0