Unnatural Death

নব বধূর অস্বাভাবিক মৃত্যু

জেলা

Unnatural Death

বিয়ের মাত্র ৩ সপ্তাহের মধ্যেই নব বধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চোপড়ায়। ঘটনাটা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাতিঘিসা গ্রামে। নব বধূকে খুন করা হয়েছে এমনই অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের। 

 

মৃত্যুর খবরে শ্বশুর বাড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা।  এলাকা সুত্রে জানা যায়, চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পামলি গ্রামের রাজিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয়েছিল চোপড়া গ্রাম পঞ্চায়েতের হাতিঘিসা এলাকার মহম্মদ হুসেন ওরফে পানিয়ার। বিয়ের ১৫ দিনের মাথায় গত ২৮ মার্চ শ্বশুরবাড়িতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন রাজিয়া খাতুন। তাঁকে চোপড়া দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়।  সেখান থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে দেহ চোপড়া থানায় নিয়ে আসা হয়। এদিকে ওই গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সদ্য বিয়ে হওয়া গৃহবধূকে বিষ খাইয়ে পরিবারের লোকজন মেরে ফেলেছে, অভিযোগে সরব হন মৃতার বাপের বাড়ির লোকজন। অভিযোগ উত্তেজিত জনতার রাজিয়া খাতুনের শ্বশুরবাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। চোপড়া থানার পুলিশ জানিয়েছে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। পুলিশি নজরদারিতে রয়েছে এলাকা।

Comments :0

Login to leave a comment