মধুসূদন চ্যাটার্জি- বাঁকুড়া
নির্বাচনী বিধি ভেঙ্গে নির্বাচনী প্রচার করতে এসে তালডাংরা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সরাসরি অভিভাবকদের প্রভাবিত করতে শিশুদের হাতে বই তুলে দিলেন। জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা জানান, নির্বাচন বিধি শুরু হওয়ার কোন কিছুই দেওয়া যায়না। এমনকি কোন উপহারও দেওয়া যায়না। কিন্তু সে সবের কোন তোয়াক্কাই করলেননা তৃণমূলের প্রার্থী।
ঘটনা হল মঙ্গলবার সকালে তালডাংরা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনী সিংহবাবু দলের লোকজনকে নিয়ে এই বিধানসভা কেন্দ্রের ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর অঞ্চলের ঝরিয়া গ্রামে প্রচারে আসেন সকাল ১০ টায়। স্থানীয় মনসামেলায় নির্বাচনী প্রচার শুরু করেন খালি গলায় বক্তব্য রাখার মধ্যে দিয়ে। মানুষজন সামনে আসতে চাননি। বেশ কিছুক্ষন ডাকাডাকির পর কয়েকজন গ্রামবাসী এসে জানান, তাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই। আবাস যোজনার বাড়ি কি পাওয়া যাবেনা? কাজ কোথায় আমাদের? কাজের কথা বলুন। এবং সেটা কবে থেকে শুরু হবে সেটা জানিয়ে যান। তৃণমূলের প্রার্থী ঢালাও প্রতিশ্রুতি দিলেন। তিনি জানান, যা অভাব আছে সব কিছুই করে দেব। এতেও লোকজনের মন জয় করতে না পারার পর দলের ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খাঁন পাড়ার শিশুদের কে মনসামেলায় তৃণমূলের প্রার্থীর সামনে এনে জড়ো করেন। বোঝা গেল আগে থেকেই তার প্রস্তুতি ছিল। শিশুরা আসার পর তাদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিলেন তালডাংরা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। অভিভাবক, অভিভাবিকারা দেখলেন সেটা। ফাল্গুনী সিংহবাবুকে এই বই তুলে দেওয়ার ব্যাপারে নির্বাচন বিধি ভঙ্গ করার কথা জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি পেশায় একজন শিক্ষক। বিভিন্ন জায়গায় বই দেন। কিন্তু নির্বাচন চলার মাঝে কি দিতে পারেন? এই প্রশ্নের কোন উত্তর দিননি। তিনি অতীতে কোথায়, কোন ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিয়েছেন সেটাও জানা যায়নি।
Taldangra TMC Candidate
ভোটারদের প্রভাবিত করতে শিশুদের বই উপহার তালডাংরা তৃণমূল প্রার্থীর
×
Comments :0