পুজোর আগে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত মাসের শুরুতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর সেখানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ফি বছর বাংলাদেশের হাসিনা সরকার উপহার হিসেবে এরাজ্যে অন্তত ৪ হাজার টন ইলিশ পাঠাতো। সরকার বদলের সাথে সাথে সেই উপহারে ইতি টানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার! মৎস্য ব্যবসায়ী সংগঠন ‘ফিস ইমপোটার্স অ্যাসোসিয়েশন’ প্রতি বছরের মতো এই বছরও ভারতে ইলিশ পাঠানোর অনুরোধ করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের কাছে। কিন্তু বাংলাদেশের মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বাংলাদেশে সরকারি ভাবে ঘোষণা করেন ভারতে ইলিশ পাঠাতে পারবেন না। উপদেষ্টার সেই বক্তব্য স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই অবস্থান থেকে সরে আসন্ন দূর্গাপুজায় ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়ে শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে নির্ধারিত শর্তাবলী মেনে ৩ হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব রপ্তানী কক্ষে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। তারপর আবেদন করা হলে তা গ্রহণ করা হবে না। যারা আগে আবেদন করেছেন, তাদের আর আবেদন করতে হবে না বলে এদিন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে।
উল্লেখ্য ২০১২ সাল থেকেই বাংলাদেশের মানুষের ইলিশের চাহিদা মাথায় রেখে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। শেখ হাসিনা সৌভাতৃত্ব বজায় রাখতে পুজোর আগে ইলিশ মাছ পাঠাতেন প্রতি বছর।
Comments :0