ROHIT SHARMA

সমর্থকদের ভালবাসাই মনোবল জোগাচ্ছে, মুখ খুললেন রোহিত

খেলা

বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা গোপন রাখলেন না ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, সবচেয়ে কঠিন সময়ে সমর্থকদের ভালবাসা, তাঁদের সমর্থন ফের মনোযগী হয়ে উঠতে সাহায্য করছে। 
টানা দশটি ম্যাচ জিতেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয় পুরুষ ক্রিকেট টিম। ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে অসাধারণ ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। আমেদাবাদে ফাইনালে হারের পর থেকে সোশাল মিডিয়ায় কোনও পোস্ট দেননি রোহিত। দক্ষিণ আফ্রিকায় একদিনের ক্রিকেট এবং টি-২০ সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।
দীর্ঘ নীরবতা ভেঙে রোহিত স্বীকার করেছেন ফাইনালে পরাজয় হৃদয় ভেঙে দিয়েছে। কিভাবে হতাশা কাটিয়ে উঠবেন বোঝার কোনও উপায়ও ছিল না। বিশেষ করে বিশ্বাকপে টানা ভালো খেলার পরও অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে হতাশাজনক হার কঠিন করেছে ফিরে আসাকে। 
রোহিত সোশাল মিডিয়ায় বলেছেন, খেলা থেকে দূরে সরে থেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা চালিয়েছি। কিন্তু লাভ হয়নি।’’ বলেছেন, ‘‘যাঁরাই কাছে এসেছেন সমবেদনা জানিয়েছেন। তাঁরা বুঝেছেন আমরা ক্রিকেটাররা কেমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’’
রোহিত লিখেছেন, ‘‘মানুষের ভালবাসা পেয়েছি। অসাধারণ সেই অভিজ্ঞতা। ফিরে আসার মনোবল জুগিয়েছে মানুষের ভালবাসাই। আবার খেলায় ফিরে আসতে মনোযোগী করেছে।’’ 
রোহিত খোলাখুলি লিখেছেন, ‘‘দলে আমরা সকলে মিলে চেয়েছি বিশ্বকাপ ঘরে তুলতে। পুরো টুর্নামেন্টে অজস্র সমর্থক আমাদের জন্য গলা ফাটিয়েছেন। তাঁদের সকলের কথাই ভাবছি।’’ তিনি লিখছেন, ‘‘আরেকদিক থেকে দেখলে দলের জন্য গর্বিত। আমরা সত্যিই ভালো খেলেছি টুর্নামেন্টে।’’

Comments :0

Login to leave a comment