১০ নম্বর জাতীয় সড়কে পর্যটক বোঝাই গাড়ির ওপর আচমকাই একটি বড় গাছ ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় আহত হয়েছেন কলকাতার চার কলেজ পড়ুয়া পর্যটক ও গাড়ির চালক। আহত কলকাতার কলেজ পড়ুয়াদের মধ্যে তিনজন ছাত্রী ও একজন ছাত্র। মঙ্গলবার বাংলা—সিকিম সীমানার চিত্রে এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে সিকিমের পেলিং থেকে রওনা দিয়ে শিলিগুড়ির দিকে ফিরছিলো পর্যটক বোঝাই চারচাকা গাড়িটি। গাড়িতে মোট আটজন পর্যটক ছিলেন। গাড়িতে ছিলেন কলেজ পড়ুয়া পর্যটক শান্তি দে, সাথী মন্ডল, টুনাই বারিক, অরিজিতা রায়, শ্রেষ্ঠা পাল, মন্টু ঘোড়ুই, অর্ঘ্য ভট্টাচার্য, শুভদীপ মন্ডল। কলকাতার নেতাজী মহাবিদ্যালয় থেকে পড়ুয়াদের দলটি এক্সকারশানে বেরিয়েছিলো। এক্সকারশান শেষে শিলিগুড়ি ফেরার পথে চিত্রের কাছে পর্যটক বোঝাই গাড়িটি নামার সময় জাতীয় সড়কে ঘটে এই বিপত্তি। পর্যটকদের গাড়ির ওপর বিশালাকার একটি গাছ ভেঙে পড়ে। হঠাৎ করে গাছটি গাড়ির ওপর ভেঙে পড়ায় গাছের নীচে চাপা পড়ে যায় গোটা গাড়িটি। অল্পের জন্য প্রানে বাঁচেন গাড়ির চালক ও গাড়ির একেবারে সামনের সিটে বসা পর্যটকরা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক সরোজ তামাঙ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোন ঝড়ো হাওয়া বা আবহাওয়ার কোন বিরূপতা ছিলো না। তবুও আচমকাই গাছটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরেই স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিম্পঙ থানার পুলিশ। চলে আসেন বনদপ্তরের কর্মীরাও। স্থানীয়দের সহযোগিতায় জখম পর্যটকদের উদ্ধার করে স্থানীয় কালিম্পঙ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চালক ও চার কলেজ পড়ুয়া পর্যটক ছাড়া বাকিরা নিরাপদে রয়েছেন বলেই পুলিশ সূত্রে জানা গেছে। রাস্তার ওপর আচমকাই বিশালাকার গাছটি ভেঙে পড়লে ১০নম্বর জাতীয় সড়কে সমায়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তার ওপর থেকে গাছটি সরিয়ে দেবার ব্যবস্থা করলে পরে যান চলাচল স্বাভাবিক হয়। যানজটের সৃষ্টি হয়। ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনায় আহত পর্যটকদের চিকিৎসা সহ বাকিদের নিরাপদে সরিয়ে নিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে কালিম্পঙ জেলা প্রশাসনের তরফে। কালিম্পঙের জেলা শাসক বালাসুব্রক্ষ্মন্যম টি বলেন, কি করে বড় গাছটি ভেঙে পড়লো তা জানতে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত চিন্তার কোন কারণ নেই। যান চলাচল এখন স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Accident in Sikim
সিকিমে পর্যটকদের গাড়িতে গাছ পড়ে জখম কলকাতার চার কলেজ পড়ুয়া

×
Comments :0