শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল মনীষীদের মর্মর মূর্তি। শহরের বাস টার্মিনাসের সামনে মনীষীদের মূর্তিগুলি ঢাকা পড়েছে বিজ্ঞাপনে।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগে হয় রামনবমীর পদযাত্রা। তারই প্রচারে এর হোর্ডিংয়ে রয়েছে সাংসদের নামও।
রামনবমীর পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ওই ব্যানার সরিয়ে নেওয়ার প্রয়োজন বোধ করেনি বিজেপি। তৃণমূল কংগ্রেস পরিচালিত ইসলামপুর পৌরসভাও সরায়নি হোর্ডিং। ঘটনায় ক্ষুব্ধ ইসলামপুরবাসী ৷
প্রশ্ন উঠছে পৌরসভার ভূমিকা নিয়েও৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই মূর্তিগুলির সামনে রাখা হোর্ডিং সরিয়ে দেওয়া হোক।
ক্ষোভের মুখে দ্রুত সেই কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান। ঘটনায় ক্ষোভ জানিয়েছে সিপিআই(এম) ৷
স্বাধীনতা সংগ্রামীদের একাধিক মর্মর মূর্তি শহরে তৈরি করা হয়েছিল। ঘটা করে সেসবের উদ্বোধন করা হলেও নিয়মিত সেগুলির যত্ন নেওয়া হয় না ৷ কিন্তু পৌরসভাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে শুধু মেলে প্রতিশ্রুতি।
এলাকার বাসিন্দা বিশ্বরূপ বিশ্বাস বলেন, "ভোট এলেই শুধু মূর্তিগুলির কথা মনে পড়ে রাজনৈতিক দলগুলির ৷ কিন্তু, ভোট মেটার পর আর কোনও প্রতিশ্রুতি পালন হয় না ৷ এভাবে বিপ্লবী, মনীষীদের অমর্যাদা করা কখনই ঠিক নয়৷
মনীষীদের অসম্মানের কারণে তৃণমূলের পৌর প্রশাসন ও বিজেপি’র তীব্র সমালোচনা করেছেন বর্ষীয়ান সিপিআই(এম) নেতা স্বপনগুহ নিয়োগী। তাঁর কথায়, "স্বাধীনতা সংগ্রামী এবং মনীষীদের ইতিহাস আজকের প্রজন্মের কাছে আদর্শ ৷ তাঁদের লড়াই, সংগ্রামী জীবনের থেকে অনেক কিছু শেখার রয়েছে আমাদের ৷ অথচ, ইসলামপুরের মতো ঐতিহ্যবাহী শহরে তাঁদের মর্মর মূর্তিগুলিকে এভাবে অসম্মান করা হচ্ছে।"
পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেছেন যে ব্যানার ফেস্টুন গুলি খুলে নেওয়া হবে।
Islampur Ramnavami
রামনবমীর হোর্ডিংয়ে এখনও ঢাকা পড়ে মনীষীদের মূর্তি, ক্ষোভ ইসলামপুরে

×
Comments :0