Xi Jinping

আমেরিকার শুল্ক মোকাবিলায় তিন দেশ সফরে শি

আন্তর্জাতিক

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে পরপর সফর করবেন চীনের রাষ্ট্রপতি। সোমবার ভিয়েতনাম পৌঁছালেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙ। চলতি সপ্তাহেই মালয়েশিয়া এবং কম্বোডিয়ায় যাবেন তিনি।
চীনের ধাক্কাতেই ‘পালটা আমদানি শুল্ক’ ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে আমেরিকা। তবে চীনের ওপর আমদানি মাশুল বেড়ে হয়েছে প্রায় ১৪৫ শতাংশ। চীনও আমেরিকার থেকে আমদানিতে মোট ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। 
এই আবহেই শি’র তিন দেশে সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক বাণিজ্য মহল। ২০১৮’র পর থেকেই চীন ধীরে ধীরে রপ্তানি বাণিজ্যের জন্য আমেরিকা এবং ইউরোপের বিকল্প বের করতে নেমেছে। চীনের শুল্ক বিভাগের তথ্য জানাচ্ছে ২০২৩ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে রপ্তানি আমেরিকা এবং ইউরোপকে ছাড়িয়ে গিয়েছে। 
ভিয়েতনামের সংবাদমাধ্যমে শি শুল্ক যুদ্ধের বিরুদ্ধে মত দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এই শুল্ক যুদ্ধে কারো জয় হবে না। কেউ কাউকে অধীন মনে করলে সমঝোতা এগনো যায় না। চীন এবং আমেরিকা, দু’দেশকেই বহুপাক্ষিক বাণিজ্য বন্দোবস্তকে সমর্থন করতে হবে।’’
ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় ৪৬ শতাংশ এবং ৪৯ শতাংশ আমদানি শুল্ক বসিয়েছে আমেরিকা। আপাতত এই শুল্ক স্থগিত থাকলেও দু’দেশেরই বাণিজ্য ঘিরে অনিশ্চয়তা রয়েছে। চীন এই পর্বেই বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় করার অবস্থান নিয়েছে।

Comments :0

Login to leave a comment