BASUDEB ACHARIA

কমরেড বাসুদেব আচারিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করল পলিট ব্যুরো

জাতীয়

CPIM TMC BJP AIKS WEST BENGAL PANCHAYAT ELECTION WEST BENGAL POLITICS 2023 BENGALI NEWS BASUDEB ACHARIA

বাসুদেব আচারিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করল সিপিআই(এম) পলিট ব্যুরো। সোমবার এক বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, দীর্ঘদিনের কমিউনিস্ট আন্দোলনের নেতা, সাংসদ এবং শ্রমিক আন্দোলনের নেতা বাসুদেব আচারিয়া প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বর্তমানে তিনি হায়দরাবাদে থাকছিলেন। সেখানকার একটি হাসপাতালে বয়সজনিত কারণে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

বাসুদেব আচারিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের উল্লেখ করে পলিট ব্যুরো জানিয়েছে, ১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্ম আচারিয়ার। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। পরবর্তীকালে স্কুল শিক্ষকের চাকরি ছেড়ে সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে সমর্পণ করেন তিনি। ১৯৮১ সালে সিপিআই(এম)’র পুরুলিয়া জেলা কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৫ সালে সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন বাসুদেব আচারিয়া। ২০০৫ সালে সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে সিপিআই(এম)’র কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন বাসুদেব আচারিয়া। 

শ্রমিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে পলিট ব্যুরো বলেছে, বাসুদেব আচারিয়া মূলত রেল শ্রমিক আন্দোলন এবং কয়লা শিল্পের শ্রমিক আন্দোলনের নেতা ছিলেন। তিনি সিআইটিইউ’র সর্বভারতীয় সহ-সভাপতিও ছিলেন। দীর্ঘ সংসদীয় জীবনে তিনি সর্বদা সাধারণ মানুষের কথা সংসদের অধিবেশনে তুলে ধরার চেষ্টা করেছেন। ১৯৮০ সাল থেকে ২০০৯ সাল অবধি মোট ৯ বার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। 

বাসুদেব আচারিয়ার প্রয়াণে তাঁর দুই কন্যা এবং এক পুত্রকে সমবেদনা জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 

অপরদিকে সিপিআই(এম)’র রাজ্য কমিটি সূত্রে খবর, মঙ্গলবার হায়দরাবাদ থেকে কলকাতায় তাঁর দেহ আনা হবে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফেও বাসুদেব আচারিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment