Molestation Central Minister

হেনস্তা কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে, তোলপাড় মহারাষ্ট্রে

জাতীয়

কেন্দ্রীয় মন্ত্রীর কন্যাকেই হেনস্তার শিকার হতে হয়েছে মহারাষ্ট্রে। এই মর্মে জলগাঁওয়ের একটি থানায় অভিযোগ দায়ের করলেন ওই কেন্দ্রীয় মন্ত্রী। ঘটনায় ফের বড় প্রশ্নের মুখে পড়ল মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার। 
মন্ত্রীর অভিযোগ, তাঁর কন্যা এবং সঙ্গী আরও কয়েকজন কিশোরকে হেনস্তার মুখে পড়তে হয়েছে। 
সংবাদমাধ্যমে মহারাষ্ট্র পুলিশ বলেছে যে শিশু নিপীড়ন রোধী ‘পকসো’ আইনের বিভিন্ন ধারায় ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 
সংবাদমাধ্যমে মন্ত্রী বলেছেন, ‘‘গত ২৮ ফেব্রুয়ারির ঘটনা। আমার মেয়ে এলাকার একটি মেলায় গিয়েছিল। কিছু ছেলে তাদের হেনস্তা করে।’’
মহারাষ্ট্রে বিরোধী জোট এমভিএ এরপরই অভিযোগ তোলে যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই। এই একটিই ঘটনা নয়, বারবারই এমন ঘটছে। এবার কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকেও হেনস্তার মুখে পড়তে হয়ে।
পরিস্থিতির চাপে মুখ খুলতে হয়েছে বিজেপি নেতা এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে। তিনি বলেছেন, এই ঘটনায় কাউকে ছাড়া হবে না। একটি রাজনৈতিক দলের কয়েকজন ঘটনায় জড়িত।’’ 
মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) নেত্রী রোহিনী খড়সে বলেছেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে যেখানে এমন নিগ্রহের শিকার হতে হয়, সেখানে রাজ্যের বাকি নাগরিকদের কী দশা বোঝা যাচ্ছে।’’

Comments :0

Login to leave a comment