Balurghat Superspeciality Hospital

বালুরঘাট হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

জেলা

Balurghat Superspeciality Hospital


ন্যায্য বেতনের দাবিতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ ও অবস্থান অস্থায়ী কর্মীদের। মঙ্গলবার  দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সুপারস্পেশালিটি হাসপাতালের কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলে নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। জানাযায়, হাসপাতালের মেইনটেনেন্স ও অপারেশন বিভাগের শতাধিক  কর্মীরা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন। অভিযোগ, গত চার বছর ধরে তারা নিয়মিত দ্বায়িত্ব পালন করলেও  তাদেরও কোনো বেতন বৃদ্ধি হয়নি। জানাযায়  ইতিমধ্যে অস্থায়ী কর্মীদের দেখভাল ও বেতন সংক্রান্ত কর্তৃপক্ষ বা সংস্থার  বদল হয়েছে মাস খানেক আগে।

অস্থায়ী কর্মীদের অভিযোগ, এই নতুন সংস্থা এসে বেতনতো বৃদ্ধি হচ্ছেই না উপরন্ত  আগের বেতনের চাইতে অনেক কম বেতন দিতে চাইছে সংস্থা। বেতন সংক্রান্ত বিষয়টি জানতে পেরেই সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলেন কর্মীরা। তবে বেতন বেশি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ওই সংস্থা। বেতন কম দেওয়ার সিদ্ধান্ত জানার পর এদিন সকালেই প্রতিবাদে কর্মবিরতিতে অংশ নিয়েছেন হাসপাতালের অস্থায়ী কর্মীরা। দাবির প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান ও বিক্ষোভ দেখায় হাসপাতালের সামনে বসেই। ন্যায্য বেতনের দাবিতেই এই বিক্ষোভ কর্মসূচি বলে আন্দলোনকারীরা জানিয়েছেন। এদিন বিক্ষোভকারিরা জানান বেতন বৃদ্ধির দাবি না মানলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে হাসপাতালের সমস্ত অস্থায়ী কর্মীরা।

Comments :0

Login to leave a comment