Belur Library

বই পড়া নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা বেলুর গ্রন্থাগারে

জেলা

গ্রন্থ ও গ্রন্থাগার নিয়ে সারা বাংলা প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শতাব্দী প্রাচীন বেলুড় সাধারণ গ্রন্থাগারে।
রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে প্রতিষ্ঠিত বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের শতবর্ষ উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিষদের হাওড়া জেলা শাখার উদ্যোগে দুটি বিভাগে প্রবন্ধ প্রতিযোগিতা হয়। 
আঠারো বছর বয়সের নিচে পর্যন্ত প্রতিযোগিতার বিষয় ছিল ‘বই পড়ো, জীবন গড়ো’। এই বিভাগে ১০ জন অংশ নিয়েছিলেন‌। প্রথম তিন জনকে পুরস্কৃত করা হয়। আঠারোর ঊর্ধ্ব থেকে সর্বসাধারণের বিষয় ছিল ‘আমার চোখে গ্রন্থাগার’। এই বিভাগে ৬৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রথম পাঁচজনকে পুরস্কৃত করা হয়। 
বেলুড় সাধারণ গ্রন্থাগারে অনুষ্ঠানের মাধ্যমে প্রাবন্ধিকদের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও প্রবন্ধ লেখার মাধ্যমে বই ও গ্রন্থাগার নিয়ে নিজ ভাবনা তুলে ধরার জন্য ৭৫ জন অংশগ্রহণকারীকেই ফুল, বই, মেডেল ও শংসাপত্র দিয়ে সম্মাননা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক বারিদবরণ ঘোষ, সাহিত্যিক সুনন্দা শিকদার, হাওড়া জেলা গ্রন্থাগার আধিকারিক বিদ্যুৎ দাস, পরিষদের সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ মজুমদার, সম্পাদক জয়দীপ চন্দ, গৌতম গোস্বামী, শিবপ্রসাদ চক্রবর্তী, অমিত পাল, পৌলমী মণ্ডল, দেবব্রত কুণ্ডু প্রমুখ। সঞ্চালনা করেন শাশ্বত পাড়ুই।
ধারাবাহিকভাবে গৌরবোজ্জ্বল ভূমিকা নেওয়ার জন্য হাওড়া জেলার শতাব্দী প্রাচীন তিনটি বেসরকারি গ্রন্থাগার শিবপুর পাবলিক লাইব্রেরি, ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি ও বেলুড় পাবলিক লাইব্রেরিকে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়। গ্রন্থাগার আন্দোলনে অবদান রাখার জন্য সুভাষ মিত্র, অশোক দাশ ও জগমোহন দাশকে সম্মানিত করা হয়।
বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের শতবর্ষকে কেন্দ্র করে হাওড়া জেলায় জাতীয় স্তরের সেমিনার হল বেলুড় সাধারণ গ্রন্থাগারে। আলোচনার বিষয় ছিল আত্মনির্ভরতা, জন সংযোগ ও গ্রন্থাগার সম্পদের বিপণন। আলোচনা করেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও ভারতীয় জাদুঘরের প্রাক্তন অধিকর্তা অনুপ মতিলাল, আরআরআরএলএফ ও জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন মহানির্দেশক অরুণ কুমার চক্রবর্তী, শিক্ষাবিদ অশোক অধিকারী প্রমুখ।

Comments :0

Login to leave a comment