Global warming

প্রতি দশকে বাড়ছে ০.২ ডিগ্রি তাপমাত্রা, সতর্কাবার্তা বিজ্ঞানীদের

আন্তর্জাতিক

প্রতি এক দশকে পৃথিবীর উষ্ণতা বাড়ছে কমপক্ষে ০.২ ডিগ্রি করে। বিশ্বের প্রথম সারির ৫০ জন বৈজ্ঞানিকদের গবেষণায় উঠে এল এমনই তথ্য। বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এই সমীক্ষার মাধ্যমে একপ্রকার সতর্কতা বাণী দিতে চেয়েছে বিজ্ঞানীরা। বিশেষ করে গত ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে ০.২ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। লিডস বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক পিয়ের ফস্টার জানিয়েছেন ‘এখন অবধি পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি না ছুলেও যে গতিতে উষ্ণায়ন বাড়ছে তা অল্প কয়েক বছরের মধ্যেই আমরা পার করে যাব’। উষ্ণায়নের জন্য সম্পূর্ণভাবে মানুষই দায়ী। পৃথিবীর আর কোনও প্রাণী এভাবে পরিবেশ ধ্বংস করেনি যা মানুষ করেছে।


ফস্টার সহ সমস্ত বিজ্ঞানীদের মতে ১.৫ ডিগ্রি তাপমাত্রা যাতে না বাড়ে সে কারণে ২০৩৫ সালের মধ্যে প্রায় ৬০% কমাতে হবে গ্রিন হাউস গ্যাসের নির্গমন। প্যারিস জলবায়ু সমঝোতায় যেমনটা সিদ্ধান্ত হয়েছিল। সেই সমঝোতা অনুযায়ী কতটা কাজ হয়েছে চলতি বছরে দুবাইতে COP28’এ আলোচনা করবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বিজ্ঞানীদের আরও মত কার্বন ডাই অক্সাই, মিথেন গ্যাস নির্গমন কমানই শুধু নয় সঙ্গে জীবাশ্ম জ্বালানিও কমাতে হবে। কোনও মতেই যেন ২৫০ বিলিয়ন টনের বেশী জীবাশ্ম জ্বালানি না ব্যবহার করা হয়। তাহলেই ১.৫ ডিগ্রির নিচে তাপমাত্রা রাখা সম্ভব হবে

Comments :0

Login to leave a comment