R G KAR

বিচারের জন্য দিল্লিতে নিহত চিকিৎসকের বাবা-মা

জাতীয়

বিচার না পাওয়ার এক বছর। সন্তান হারা মা বাবা ঘুরছেন এক দরজা থেকে অন্য দরজায়। সিবিআই’র ভূমিকাতে উঠেছে প্রশ্ন। তদন্ত প্রক্রিয়াতে রয়েছে গাফিলতি। আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের বিচারের দাবি নিয়ে দিল্লি যাচ্ছেন বাবা-মা।
আগামী ৯ অগাস্ট এক বছর পূরণ হয়ে যাবে। বিচারের দাবিতে আজ ফের দিল্লিতে গেছেন আর জি করে নিহত চিকিৎসক ছাত্রীর মা ও বাবা। সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করতে তাঁরা দিল্লিতে গেছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও সুপ্রিম কোর্টে মামলার বিষয়ে আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও দেখা করার কথাও রয়েছে তাঁদের। 
আর জি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় কার্যত কলকাতা পুলিশের তদন্তেই শিলমোহর দিয়েছে সিবিআই। শিয়ালদহ আদালতের বিচারক কেন্দ্রীয় সংস্থা সিবিআই’র তদন্তের তদন্ত নিয়ে কড়া প্রশ্ন তুলেছেন। কলকাতা পুলিশের মতোই এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ছাড়া অন্য কারও দোষ দৃখতে পায়নি সিবিআই। অথচ ঘটনা ঘিরে একাধিক তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে। আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগ। চিকিৎসকদের পাশাপাশি বিচারের দাবিতে আন্দদোলনে শামিল সব অংশ প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে সরব। ৮ এবং ৯ অগাস্ট ফের রাস্তায় নামবে আন্দোলন।    
চিকিৎসক আন্দোলনের নেতৃবৃন্দ একাধিক বার রাজ্যের মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি ও দুষ্কৃতী চক্র নিয়ে সরব হয়েছেন। 
জানা গিয়েছে, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গেও নিহত চিকিৎসকের বাবা মায়ের দেখা করার কথা ছিল। তবে দেখা হয়নি।

Comments :0

Login to leave a comment